পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে যারা

নৈসর্গিক সৌন্দর্য্যের লীলাভূমি পার্বত্যাঞ্চলের রাঙামাটি, খাগড়াছড়ি আর বান্দরবান জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। দেশপ্রেমের সাথে সার্বভৌমত্ব রক্ষায় পাহাড়ের সাধারণ মানুষের পাশে দাড়াতে গঠিত অন্যতম সংগঠন। দীর্ঘদিনের এ সংগঠনটি পাহাড়ের মাটি ও মানুষের কল্যাণে নানামুখী উদ্যোগ নিয়ে নেতৃত্ব দিয়ে আসছে। গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষ হওয়ায় নতুনদের হাতে দায়িত্ব রদবদলের ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের অঙ্গ সংগঠন “পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ” এর কেন্দ্রীয় কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের আলোচনা শেষে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার শাহাদাৎ ফরাজী সাকিব ও উপস্থিত নেতৃবৃন্দের সংখ্যা গরিষ্ঠতার স্বাক্ষরে ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি (২০২৪-২৫) ঘোষণা করা হয়।

এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইখতিয়ার ইমনকে সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক ও আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল হক’কে সাংগঠনিক সম্পাদক করা হয়।

আংশিক কমিটিতে আরও যারা স্থান পেয়েছেন- হাজী সেলিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিনিয়র সহ সভাপতি পদে মো. ইব্রাহীম খলীল চৌধুরী ও রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থী নুরুল আবসার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে সিআইউউ’র শিক্ষার্থী অ্যাড. আলাল উদ্দিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদিবাতুল আয়েশা।

সভায় বক্তারা তরুণ নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে পার্বত্যাঞ্চলে ১৩টি উপজাতি গোষ্ঠী এবং বাঙালিদের বসবাস। কিন্তু এই শান্তিপূর্ণ সহাবস্থানের মাঝে ষড়যন্ত্রের বিষবাষ্প ছড়িয়ে উপজাতি-বাঙালির মধ্যে বিভেদ সৃষ্টি করে ফায়দা লুটার অপচেষ্টায় লিপ্ত একশ্রেণীর স্বার্থান্বেষী মহল। পাহাড়ে বেশ কয়েকটি উপজাতি আঞ্চলিক সশস্ত্র সংগঠন নিয়মিতভাবে খুন, গুম, ধর্ষণ, চাঁদাবাজি, অগ্নিসংযোগ, লুটতরাজসহ নানান অপকর্ম করে যাচ্ছে। এমনকি তারা বাংলাদেশর সার্বভৌমত্ব নষ্ট করতে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। এই সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে ছাত্রদেরকে ভূমিকা রাখতে হবে।

২ বছর মেয়াদী এই আংশিক কমিটির নেতৃবৃন্দকে আগামী ৭ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দানের নির্দেশনার মাধ্যমে কমিটির তালিকা পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নতুন নেতৃবৃন্দের নিকট প্রদান করা হয়।

সভায় কমিটি গঠনকালে পার্বত্য নাগরিক পরিষদ, ছাত্র পরিষদের সাবেক-বর্তমান কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।