পাহাড়ি ৩ আসনে বিএনপির মনোনীত যারা

আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান এ ৩টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য মোট ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রার্থীদের এই তালিকা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত তালিকায় পাহাড়ি ৩ জেলার সংসদীয় আসনের প্রার্থীর নাম উল্লেখ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামের তিন জেলার মনোনীত প্রার্থীরা হলেন- খাগড়াছড়ি ২৯৮ নং আসনে আবদুল ওয়াদুদ ভুঁইয়া, রাঙামাটি-২৯৯ নং আসনে দীপেন দেওয়ান ও বান্দরবান-৩০০ নং আসনে সাচিং প্রু’কে মননোয়ন দিয়েছে বিএনপি।

তবে ঘোষিত প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে বলে জানান মির্জা ফখরুল।

মন্তব্য নেওয়া বন্ধ।