পাহাড়ে শিক্ষার মানোন্নয়নে বহুমুখী উদ্যোগ নিচ্ছে সরকার: দীপংকর তালুকদার

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, পার্বত্যাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে বহুমুখী উদ্যোগ নিচ্ছে সরকার। শেখ হাসিনা সরকার যেভাবে এগিয়ে এসেছে অন্য কেউ এমন চিন্তাও করেনি। এ সরকার উন্নয়ন করে গেলেও একটি মহল বাধা সৃষ্টি করছে। তবে জনগণ আমাদের পাশে ছিল বলেই রাঙামাটিতে মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপন করা হয়েছে। জনগণ পাশে থাকলে কোন বাধাই এই উন্নয়নকে রুখতে পারবে না।

মঙ্গলবার (৭ নভেম্বর) রাঙামাটি সদর উপজেলা বালুখালী ইউনিয়নের বসন্ত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা নতুন একাডেমি ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

বালুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙামাটি জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা ও ঝর্ণা খীসা, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, রাঙামাটি জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দীপক খীসা, রাঙামাটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিজক চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দীপংকর তালুকদার এমপি বলেন, পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষা শিক্ষা ব্যবস্থা চালু করেছে। নতুন প্রজন্মের শিক্ষার্থীরা আজ মাতৃভাষা শিক্ষায় শিক্ষা গ্রহণ করতে পারছে। রাঙামাটির উন্নয়নে প্রধানমন্ত্রী নজর দিয়েছে বলে আজ রাঙামাটির দুর্গম এলাকাগুলোতে উন্নয়নের ছোঁয়া লেগেছে। স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগসহ সকল ক্ষেত্রে আজ অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান দীপংকর তালুকদার।

রাঙামাটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ২ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যয়ে স্কুল ভবন নির্মাণ করা হয়েছে। অনুষ্ঠান শেষে বালুখালী ইউনিয়নের এগোইজ্যা পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।