পাহাড়তলীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে প্রাণ গেল কিশোরের

চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ফাহিম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় ইমন (১৬) নামে আরেক কিশোর আহত হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। এরআগে শুক্রবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টায় ঈদগাঁ কাঁচা রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফাহিম পানির কল বউবাজার এলাকার মো. জহিরের পুত্র ও ইমন একই এলাকায় মো. দুলালের পুত্র।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল রাত সোয়া ১১টায় কাঁচা রাস্তার মাথা এলাকায় ফাহিম ও ইমন নামে দুই কিশোরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় অজ্ঞাত সন্ত্রাসীরা। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন। এছাড়া ইমনকে চমেকের ২৪নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং এ ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

এমএফ

মন্তব্য নেওয়া বন্ধ।