রাঙামাটির কাউখালী উপজেলায় অবৈধভাবে পাহাড় কেটে বাড়ি নির্মাণের সময় পাহাড় ধসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার ১ নম্বর বেতবুনিয়া মডেল ইউনিয়নের মনাইপাড়ার মাইল্যাছোলা এলাকায় এ ঘটনা ঘটে।
শনিবার বিষয়টি নিশ্চিত করেন কাউখালী থানার ওসি এসএস শহীদুল ইসলাম।
নিহতরা হলেন-মো. পিয়ার আহম্মেদ (৫০) এবং সুফল বড়ুয়া (৩৮)। নিহত পিয়ার আহম্মেদ উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের দক্ষিণ পাড়ার মৃত কবির আহম্মেদ মিস্ত্রির ছেলে এবং সুফল বড়ুয়া একই ইউনিয়নের বেনুবন এলাকার অঞ্জন বড়ুয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার মাইল্যাছোলা এলাকায় ডলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাধন বড়ুয়ার বাড়ির পাশে পাহাড়ের সাথে নতুন করে দেওয়াল নির্মাণের জন্য কাজ করছিলেন দুই শ্রমিক। পাহাড় আগেই কাটা ছিল। হঠাৎ করে পূর্বে কাটা পাহাড় ধসে পড়ে এই দুই শ্রমিকের উপর এবং পাহাড়ের মাটি চাপা পড়েন তারা। খবর পেয়ে এলাকার লোকজন দৌড়ে এসে তাদের উদ্ধার করলেও তার আগেই তারা মৃত্যুবরণ করেন।
স্থানীয়দের কাছে খবর পেয়ে তাদের একটি দল ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ওসি এসএস শহীদুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় নিহতদের পরিবারের কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএফ
মন্তব্য নেওয়া বন্ধ।