মিরসরাই থেকে বোনের বাসায় বেড়াতে এসে চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকায় পাহাড় ধসে নিহত গৃহবধু ও তিন সন্তানের জননী শাহিনুর আক্তারের (২৬) দাফন সম্পন্ন হয়েছে।
রবিবার (১৯ জুন) সকালে আকবর শাহ থানা এলাকায় তার লাশ দাফন করা হয়। এদিকে শাহিনুরের মৃত্যুর ঘটনায় মিরসরাই উপজেলার বামনসুন্দর গ্রামে চলছে শোকের মাতম।
নিহত শাহিনুর আক্তার উপজেলার কাটাছড়া ইউনিয়নের বামনসুন্দর গ্রামের রহুমুল্লাহ মিস্ত্রি বাড়ীর জহিরুল হকের স্ত্রী।
স্বামী জহিরুল হক জানান, বোনের বাড়িতে বেড়ানোর জন্য গত বুধবারে আকবর শাহ থানার এক নম্বর ঝিল এলাকায় ৩ সন্তান সহ বেড়াতে যান আমার স্ত্রী শাহিনুর। শুক্রবার রাতে পাহাড় ধসে তার মৃত্যু হয়। আমার স্ত্রীর সাথে ছিল আমার ৮ বছরের তানভীর আর ৬ মাস বয়সী ২ শিশু কন্যা তান্না আর অনা। তারা আল্লাহর দয়ায় বেঁচে যায়।
সন্তান হারিয়ে নির্বাক তার মা সহ ভাই-বোনেরা। শাহিনুরের মা মোসুহারা বেগম বিলাপ করে বলছেন ‘আমার মেয়ে কই গেলো। তারে আমার কাছে আইনা দেন। আমার নাতি নাতনীদের কে দেখবো। আমার মেয়েরে আইনা দেন।’
মন্তব্য নেওয়া বন্ধ।