পিতার সঙ্গে ঘুরে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় নিহত পুত্র

দুই মাস আগে সৌদি প্রবাসী পিতা দেশে এসে দুইপুত্র সন্তানকে সুন্নতে খতনা অনুষ্ঠানও করেছিল গত সপ্তাহে। শুক্রবার দুপুরে পিতার সঙ্গে পারকি সমুদ্র সৈকত ঘুরে বাড়ি ফেরার পথে দ্রুত গতির ট্রাকের ধাক্কায় পুত্র মো. নাফিজ উদ্দিন তাহমিদের (১২) মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান ঘাটায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তাহমিদ পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম হাজীপাড়া এলাকার নেজাম উদ্দিনের পুত্র।

দুর্ঘটনায় আহত হয়েছেন তার পিতা নেজাম উদ্দিন (৪২) ও ছোটভাই নাহিদুল ইসলাম তাসকিন (৬)। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করেছেন বলে জানিয়েছে কর্ণফুলী থানার শাহমীরপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ আবদুল গফুর।

তিনি বলেন, ঘটনার পরপর ট্রাক চালক পালিয়ে গেছে। আহত অবস্থায় পিতা-পুত্রকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিহতের স্বজনরা জানান, দুই মাস আগে সৌদি আরব থেকে দেশে এসেছিল তাদের পিতা। দেশে এসে দুই সন্তানকে সুন্নতে খতনার অনুষ্ঠানও করেছিল গত শনিবার। শুক্রবার ছেলেদের নিয়ে মোটরসাইকেলে পারকি সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলো। সারাদিন ঘুরে বিকেলে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনাটি ঘটে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, ‘ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে নিহতের লাশ। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

মন্তব্য নেওয়া বন্ধ।