পুকুরে ডুবে প্রবাসীর ২ বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারার বারশত ইউনিয়নে চালিতাতলি এলাকায় পুকুরে ডুবে এক প্রবাসীর ২ বছরের এক শিশুর মৃত্যুর হয়েছে। শনিবার (৮ জুলাই) সকালে উপজেলার বারশত ইউনিয়নের চালিতাতলি গরীব আলী মাঝির বাড়ীতে এ ঘটনা ঘটে।

শিশুটির নাম মোহাম্মদ আরিয়ান। সে ওই এলাকার প্রবাসী মোহাম্মদ মিজানের ছেলে। তার দুই ছেলের মধ্যে আরিয়ান ছোট।

পারিবারিক সুত্র জানায়, শনিবার সকালে শিশু আরিয়ানের মা পরিবারের কাজ নিয়ে ব্যস্ত ছিল। এ সময় সে বাড়ির আঙিনায় খেলা করছিল। সবার অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে ভেসে উঠলে স্বজনরা উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বারশত ইউপি চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্ জানান, পুকুরে ডুবে দুবাই প্রবাসী মোহাম্মদ মিজানের দুই বছরের ছেলে শিশু আরিয়ানের মৃত্যু হয়েছে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাড়ির পাশে পুকুর থাকলে ছোট বাচ্চাদের জন্য খুবই বিপদজনক, তাই পিতা-মাতাদের সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।

মন্তব্য নেওয়া বন্ধ।