চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মোহরা এলাকা থেকে অপহরণের শিকার হওয়া তিন বছরের শিশু আব্দুল্লাহকে অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এতে পরিবারের সদস্যদের উদ্বেগ-উৎকণ্ঠা দূর হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর ২ নম্বর এলাকার পুলিশ বক্সের সামনে তাকে পাওয়া যায়।
বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন সিএমপির এক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি বলেন, শিশুটি বিপ্লব উদ্যানে ঘুরোঘুরি করছে দেখে এক বৃদ্ধ মানুষ আমাদের ট্রাফিক বক্সে এসে দায়িত্বরত সার্জেন্টের হাতে তুলে দিয়ে যায়।
৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় চান্দগাঁও থানাধীন কুলাপাড়া এলাকা থেকে আবদুল্লাহকে অজ্ঞাত নামা মহিলা কৌশলে অপহরণ করে নিয়ে যায়।
আব্দুল্লাহকে উদ্ধারে চান্দগাঁও থানা পুলিশ নগরীর মোহরা, খুলশী, বায়েজিদ এবং বোয়ালখালী, হাটহাজারী এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছিলো বলে জানা ওসি চান্দগাঁও খায়রুল ইসলাম।
তবে অপহরণকারীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলেও জানা গেছে।
শিশু আব্দুল্লাহ অপহরণের পর সবাই উদ্বিগ্ন ছিল। কারণ জানতে পড়ুন: আয়াতের খুনি শনাক্ত, আরিয়ান ও তরী হত্যা এখনো রহস্যে ঘেরা।
মন্তব্য নেওয়া বন্ধ।