পুলিশের ওপর হামলার মামলা শিবিরের ৭ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে শিবিরের ৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার (২১ অক্টোবর) ওই সাত নেতাকর্মীকে পুলিশের ওপর হামলার অভিযোগে করা পুরানো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় আকবর শাহ থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া সাতজন হলেন— দিদারুল আলম (২৬), মো. সাফিন চৌধুরী (১৯), সাইদুর রহমান(২১), মো. সাহিদুল মোরসালিন (২৫), জুনায়েদ আহমেদ(২৪), ইরফান বিন আলীম(১৯), সাইহান বিন আজিজ(১৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে একটি কোচিং সেন্টার থেকে শিবির সন্দেহে তাদের আটক করে পুলিশ।

এই বিষয়ে জানতে চাইলে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালী উদ্দিন আকবর বলেন, শিবির সন্দেহে কাউকে আটক করা হয়নি। এই বছরের ২৩ জানুয়ারি একে খান মোড়ে একটি মিছিল থেকে গাড়ি ভাংচুর করা হয়েছিল। পুলিশের ওপর হামলাও হয়েছিল। ওই ঘটনায় তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। সেই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তবে মামলার এজহারে তাদের নাম ছিল না জানিয়ে ওসি বলেন, তদন্তে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।