পুলিশের ওপর হামলা-মামলায় দেশে এসে গ্রেপ্তার যুবক

চট্টগ্রামের আনোয়ারায় পুলিশের ওপর হামলায় পুলিশের দায়ের করা মামলায় বিদেশফেরত মো. দিদারুল হক রুবেল (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার (২৮ জুন) রাতে উপজেলার বরুমছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত রুবেল বরুমছড়া এলাকার আনোয়ারুল ইসলামের পুত্র। ২০২১ সালে বরুমছড়া এলাকায় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও পুলিশকে মারধরের ঘটনা তার বিরুদ্ধে মামলা হয়েছিলো। সে থেকে বিদেশে ছিলেন, কিছুদিন আগে দেশে এসেছিল সে।

আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক মো. বাহার উদ্দিন বলেন, ২০২১ সালে বরুমছড়া এলাকায় থানা পুলিশের সদস্য মোহাস্মদ মুসা একজন আসামী ধরতে যায়। এ সময় পুলিশের কাছ থেকে আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পুলিশকে মারধর করে। পুলিশ সদস্য মোহাম্মদ মুসা আহত হয়ে বেশ কয়েকদিন হাসপাতালেও চিকিৎসাধীন ছিলো।

এ ঘটনায় পুলিশের মামলায় আসামি ছিলো সে। দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে আসার খবরে পুলিশ শুক্রবার সন্ধ্যায় বরুমছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতকে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।