পুলিশ সদস্যের কব্জি কেটে ফেলা সন্ত্রাসী কবির বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ

0

পুলিশ সদস্যের কব্জি হারানোর ঘটনায় অভিযুক্ত সন্ত্রাসী কবির আহাম্মদকে গুলিবিদ্ধ অবস্থায় লোহাগাড়ার দুর্গম পাহাড় থেকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন-র‍্যাব।

বৃহস্পতিবার (১৯ মে) রাত ১০টায় বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।

তিনি বলেন, পুলিশ সদস্য জনি খানের হাতের কব্জি কেটে ফেলার ঘটনায় অভিযুক্ত সন্ত্রাসী কবিরকে ধরার জন্য আমরা পাহাড়ে অভিযান চালিয়েছি। তাকে গুলিবিদ্ধ অবস্থায় আমরা পেয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।

রাতে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, অভিযানের বিস্তারিত শুক্রবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে জানোনো হবে।

আরও পড়ুন:
আসামির দায়ের কোপে পুলিশ সদস্যের হাতের কব্জি বিচ্ছিন্ন
পুলিশ কনস্টেবলের বিচ্ছিন্ন হাত জোড়া দেয়া হলো

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।