পেকুয়ায় যুবককে মারধর করে টাকা ছিনতাই

কক্সবাজারের পেকুয়ায় ছিনতাইকারীদের মারধরে সাজ্জাদুল ইসলাম (১৯) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। এসময় তার কাছ থেকে নগদ টাকা ছিনতাই করে নিয়েছে ছিনতাইকারীরা।

বুধবার (১৩ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের নতুন ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাজ্জাদুল ইসলাম রাজাখালী ইউনিয়নের দশেরঘোনা এলাকার রবি আলমের ছেলে। তাকে আহত অবস্থায় পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সাজ্জাদুল ইসলাম বলেন, আমি একটি কোম্পানিতে চাকরি করি। সন্ধ্যায় আমি মামার এক ব্যবসায়ী সহযোগীকে দেনা টাকা দেওয়ার জন্য রাজাখালী নতুন ঘোনা স্টেশনে যাই। সেখানে পূর্ব থেকে উৎপেতে থাকা স্থানীয় নুর হোসেনের নেতৃত্বে ৫- ৬ জন সন্ত্রাসীরা আমার উপর হামলা চালায়। এসময় তারা পিটিয়ে জখম করে।

আহতের মামা রিদুয়ান বলেন, ভাগিনাকে সন্ধায় কিছু টাকা দিতে পাঠিয়েছি নতুন ঘোনা স্টেশনে। সেখানে ভাগিনাকে স্থানীয় নুরু হোসেন নামক এক ব্যক্তি পিটিয়ে তার টাকা গুলো ছিনতাই করে নিয়ে যায়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএফ

মন্তব্য নেওয়া বন্ধ।