চট্টগ্রাম নগরীর তারকা হোটেল দি পেনিনসুলা চিটাগাংয়ে ঐতিহ্যবাহী খাবারের বৈচিত্র্যময় আয়োজন নিয়ে চলছে সপ্তাহব্যাপী ফুড ফেস্ট ‘হেরিটেজ হারমনি’।
গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় পেনিনসুলার লেভেল-৫ এর লেগুনা রেস্টুরেন্টে হেরিটেজ হারমনির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দি পেনিনসুলা চিটাগাংয়ের জেনারেল ম্যানেজার সুমেধা গুণবর্ধন। আগামী ১৬ অক্টোবর পর্যন্ত চলবে লেগুনা রেস্টুরেন্টে হেরিটেজ হারমনি ফুড ফেস্ট ।
এ সময় পেনিনসুলার সব বিভাগের বিভাগীয় প্রধান এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুমেধা গুণবর্ধন বলেন, পেনিনসুলা চিটাগাং সবসময় অতিথিদের দেশি-বিদেশি নানা স্বাদের খাবারের পাশাপাশি নিয়মিত বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী খাবারের উৎসবের আয়োজন করে আসছে । এরই ধারাবাহিকতায় এবার পেনিনসুলা আয়োজন করেছে হেরিটেজ হারমনি।
পেনিনসুলার বিশেষজ্ঞ এক্সিকিউটিভ শেফের তত্ত্বাবধানে হেরিটেজ হারমনিতে খাঁটি বাঙালি খাবারের ঐতিহ্যবাহী স্বাদ গ্রহণের পাশাপাশি এই অঞ্চলের বৈচিত্র্যময় নানা স্বাদের খাবার উপভোগ করতে পারবেন অতিথিরা। থাকবে লাইভ কিচেনে বাছাই করা টাটকা খাবারের স্বাদ গ্রহণের সুযোগ। এই আয়োজনে অতিথিরা পাবেন নতুন নতুন স্বাদের খাবারের অভিজ্ঞতা।
শতাধিক মেনুতে সাজানো হারমনি হেরিটেজ স্পেশাল বুফে ডিনার উপভোগ করা যাবে ৩ হাজার ৫০০ টাকা থেকে ৪ হাজার ৫০০ টাকায়। নির্দিষ্ট ব্যাংকের কার্ডধারীরা পাবেন ‘বাই ওয়ান গেট থ্রি এবং বাই ওয়ান গেট ওয়ান‘ ফ্রি অফার।
বিস্তারিত ফোনে (01755554617, 017 55554551) জানা যাবে।
মন্তব্য নেওয়া বন্ধ।