উৎসবমুখর পরিবেশে পেনিনসুলার বিশ্ব পর্যটন দিবস উদযাপন

0

‘রিথিংকিং ট্যুরিজম’ শিরোনামে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পর্যটন দিবস-২০২২ উদযাপন করেছে চট্টগ্রামের তারকা হোটেল দি পেনিনসুলা চিটাগাং।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে র‌্যালি, সেমিনার, পর্যটন শিল্পে চাকরি মেলার মাধ্যমে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করে পেনিনসুলা।

এ উপলক্ষে সকাল ৯টায় পেনিনসুলার সামনে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালি।পরে পেনিনসুলার জিনিয়া হলে রিথিংকিং ট্যুরিজম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে উন্মুক্ত আলোচনায় অংশ নেন পেনিনসুলা চিটাগাং এর চেয়ারম্যান মাহবুব-উর রহমান এবং মহাব্যবস্থাপক সুমেধা গুণবর্ধনসহ চট্টগ্রামের স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রধানগণ।

এসময় চট্টগ্রামসহ দেশের প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড় সমুদ্র ঘিরে বাংলাদেশের পর্যটন শিল্প বিকাশের সুযোগ ও সম্ভাবনা এবং বিদেশী পর্যটক আকর্ষণে কার্যকর উদ্যোগ ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

পরে পর্যটন শিল্পে শিক্ষিত তরুণদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিতে পর্যটন শিল্প চাকরি মেলার আয়োজন করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm