প্রচারণার আগেই প্রার্থীর মোবাইলে প্রাণনাশের হুমকি

কর্ণফুলী উপজেলা নির্বাচন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা নির্বাচনে প্রচারণা না চালাতে মোবাইল ফোনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ডা. ফারহানা মমতাজ নামে এক প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (৯ অক্টোম্বর) দুপুরে তার মুঠোফোনে এক অপরিচিত নাম্বার থেকে প্রচারণা না করতে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় রবিবার সন্ধ্যায় কর্ণফুলী থানায় অভিযোগ করেছেন প্রার্থী ডা. ফারহানা মমতাজ।

ডা. ফারহানা মমতাজ শিকলবাহা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রয়াত আবুল কালাম চৌধুরী বকুলের কন্যা।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ডা. ফারহানা মমতাজ অভিযোগ করে বলেন, রবিবার দুপুরে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন করে আমাকে হুমকি দেয় আমি যেন নির্বাচনী কোনো প্রচার-প্রচারণা না করি। যদি কোনো প্রকার প্রচার-প্রচারণা করি তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হবে। এ ঘটনায় আমি কর্ণফুলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

তিনি আরও জানান, সোমবার (আজ) এ বিষয়টি উপজেলা নির্বাচন কর্মকর্তাকে জানিয়ে নির্বাচন অফিসে লিখিত অভিযোগ করব।

মন্তব্য নেওয়া বন্ধ।