প্রণোদনা পেলেন লংগদুর ১২শ কৃষক

রাঙামাটির লংগদুতে ১২শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেলেন কৃষি প্রণোদনা। রবিবার (১৯ মার্চ) সকাল ১১টায় উপজেলা কৃষি কার্যালয় প্রাঙ্গণে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমানের সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রতন চৌধুরীর সঞ্চালনায় কৃষি প্রণোদনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম।

উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম বলেন, ২০২২-২৩ মৌসুমে উপজেলার ৭টি ইউনিয়নের ১২শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বাছাই করে তাদের মাঝে ১০কেজি করে বিএপি ও এমএপি সার এবং ৫কেজি আউশ ধানের বীজ বিতরণ করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।