ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছেন চকরিয়ার তরিকুল ইসলাম জীবন বলি। এর আগে ১০৯তম আসরে তিনি চ্যাম্পিয়ন ছিলেন। এর পরের আসরে জবীন হেরেছিলেন শাহজালালের কাছে। কুমিল্লার সেই শাহজালাল বলীকে হারিয়ে শিরোপা খোয়ানোর প্রতিশোধ নিলেন জীবন।
সোমবার (২৫) বিকেলে লালদীঘি এলাকায় সড়কে নির্মিত ২০ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্থের বালুর মঞ্চে বলি খেলা অনুষ্ঠিত হয়। পয়েন্ট ভিত্তিতে তারিকুল ইসলাম জীবনকে বিজয়ী ঘোষণা করেন খেলার রেফারি আব্দুল মালেক।
চ্যাম্পিয়ন হওয়ার পর অনুভূতি প্রকাশ করে জীবন বলি বলেন, ‘স্বপ্ন ছিল এই জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন হবো। অবশেষে চ্যাম্পিয়ন হতে পেরে ভীষণ খুশি হয়েছি। ’
প্রসঙ্গত, বদর পাতি এলাকার স্থানীয় বাসিন্দা আবদুল জব্বার সওদাগর চট্টগ্রামের যুবকদের ব্রিটিশবিরোধী আন্দোলনে উদ্বুদ্ধ করতে লালদীঘি মাঠে কুস্তি প্রতিযোগিতার আয়োজন করেন ১৯০৯ সালে। সেই থেকে প্রতি বছর এই আয়োজন হয়ে আসছে। এবারের খেলায় ৭২ জন বলী অংশ নেন।
প্রথম স্থান অধিকারীকে ২৫ হাজার টাকা পুরস্কার ও ট্রফি দেওয়া হয়েছে। অংশগ্রহণকারী সব বলীকে সম্মানী দেওয়া হয়েছে বলে জানা গেছে।
মন্তব্য নেওয়া বন্ধ।