প্রত্যাশী’র উদ্যোগে উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয়ে পাপেট শো ও আলোচনা সভা

নিরাপদ অভিবাসনের লক্ষ্যে শিক্ষার্থীদের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে হাটহাজারীর উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী’র উদ্যোগে পাপেট শো, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ’র সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নুরখান।

রোববার (২৩ অক্টোবর) বিদ্যালয়ের মিলনায়তনে সচেতনতামূলক এই অনুষ্ঠান হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে নুরখান বলেন, বাংলাদেশ থেকে প্রতিবছর কাজের উদ্দেশ্যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বিশ্বের বিভিন্ন দেশে গমন করেন এবং তারা বিদেশে গিয়ে নিয়মিতভাবে দেশে রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন৷ অভিবাসন ব্যবস্থাপনায় সুশাসন ও নিরাপদ অভিবাসন প্রক্রিয়া সহজ করতে বর্তমান সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছেন তা অনুসরনের জন্য বিদেশগামীদের প্রতি আহ্বান জানান। তিনি বিদেশগামী, বিদেশে অবস্থানরত ও বিদেশ ফেরত অভিবাসির প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি প্রত্যাশী’র সুন্দর উদ্যোগকে স্বাগত জানান৷

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. নুরুল আলমের সভাপতিত্বে ও সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ রফিক এর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের হেড মাওলানা আব্দুল ছবুর, প্রত্যাশী’র ট্রেইনার প্রতিমা রানী সিংহ, সোস্যাল মোবিলাইজার রীতা চক্রবর্তীসহ প্রমুখ৷

মন্তব্য নেওয়া বন্ধ।