চট্টগ্রামের বাঁশখালীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের নিয়ে কটূক্তি করে ভিডিও পোস্ট করায় মো. আরিফ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামাল উদ্দিন। রোববার রাতে বাঁশখালী উপজেলার শেখেরখীল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আরিফ উপজেলার শেখেরখীল ১ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের পুত্র। সে পেশায় পান দোকানদার।
ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনাকে নিয়ে নানা অশালীন মন্তব্য করছেন আরিফ। আর এসবের ভিডিও ধারণ করতে বলছেন আরেক যুবককে। রাতারাতি এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার নিয়ে কটূক্তি করায় আরিফ নামের ওই যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য নেওয়া বন্ধ।