প্রধানমন্ত্রীর অনুরোধে ফের ক্রিকেটে ফিরেছেন তামিম

আন্তর্জাতিক ক্রিকেট থেকে আকস্মিত অবসরের পর আবারও ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। শুক্রবার (৭ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনারর সাথে সাক্ষাতের পর এ কথা জানান তিনি।

এদিন বেলা আড়াইটায় গণভবনে প্রবেশ করেন তামিম। তামিমের সঙ্গে ছিলেন তার স্ত্রী আয়শে এবং বাংলাদেশ দলে সাবেক অধিনায়ক মাশরাফি মর্তুজা। পরে প্রধানমন্ত্রীর ডাকে গণভবনে যান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আর সেখানে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা শেষে গণভবন থেকে বের হয়ে অবসর ভেঙে আবার ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত জানান তামিম ইকবাল খান।

সংবাদমাধ্যমকে তামিম বলেন, আজ দুপুরবেলায় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটয়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সাথে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড়মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন। আমি যেন মানসিকভাবে আরেকটু ফ্রি হতে পারি।

তামিমের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, আমার একটা ধারনা হয়েছিল ওর (তামিমের) প্রেস কনফারেন্সটা দেখে, হয়তো আবেগ থেকে সিদ্ধান্তটা নিয়েছে। আমার একটা বিশ্বাস ছিল, ওর সঙ্গে যদি সামনাসামনি একবার বসতে পারি তাহলে হয়তো এটার একটা সমাধান পাবো। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর সঙ্গে বসেছিলাম এবং ও আপনাদের সামনেই বলে গেল, সে যে অবসরের চিঠিটা দিয়েছে সেটা সে প্রত্যাহার করছে। সে অবসর নেয় নাই।

এর আগে, বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে হঠাৎ করেই এক সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। তখন থেকেই আবারও ক্রিকেটে ফিরে আসার দাবি জানিয়ে আসছিলেন তামিমের ভক্ত-সমর্থকরা।

মন্তব্য নেওয়া বন্ধ।