বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে জনশুমারি ও গৃহ গণনা-২০২১ প্রকল্পে ব্যবহৃত প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ ১৬ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ট্যাব (ট্যাবলেট) কম্পিউটার বিতরণ করেছে লংগদু উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা পাবলিক লাইব্রেরির হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, মৎস্য কর্মকর্তা তানবীর আহসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সালাহ উদ্দিন, উপজেলা প্রকৌশলী শামসুল আলম, প্রেসক্লাবের উপদেষ্টা মো. এখলাছ মিঞা খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার সুবিধার্থে এসব ট্যাবলেট কম্পিউটার প্রদান করা হয়েছে। এটা দিয়ে লেখাপড়ার মান উন্নয়নে নিজেকে গড়ার প্রত্যায় কাজ করে যেতে হবে। এর অপব্যাবহার করা যাবে না।
মন্তব্য নেওয়া বন্ধ।