আগামী ২৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের জনসভায় ভাষণ দিবেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই জনসমাবেশ সফল করতে আনোয়ারায় চলছে সরব প্রস্তুতি।
সোমবার (২৩ অক্টোবর) এ উপলক্ষে আনোয়ারার বৈরাগ ইউনিয়ন পরিষদে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।
এতে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বৈরাগ ইউনিয়নে চেয়ারম্যান নোয়াব আলী। এ সময় পরিষদের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় চেয়ারম্যান নোয়াব আলী বলেন, চলমান বিশ্ব রাজনীতিতে শেখ হাসিনা অত্যন্ত বিচক্ষণতা এবং দূরদর্শিতার পরিচয় দিচ্ছেন। এই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিকল্প নাই। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনার এই সমাবেশ সফল করতে আমরা বদ্ধপরিকর।
মন্তব্য নেওয়া বন্ধ।