প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (৭ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্যদিকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) মোহাম্মদ সালাহ উদ্দিনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখার উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার সাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে জনস্বার্থে অবিলম্বের এই নিয়োগ কার্যকর হবে।
নতুন মুখ্য সচিব তোফাজ্জল হোসেন ১৯৬৪ সালের ৫ জুলাই পিরোজপুরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন।
তিনি প্রধানমন্ত্রীর একান্ত সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ছিলেন। পঞ্চগড়, কুমিল্লা ও ঢাকার জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব পালন করেন তোফাজ্জাল হোসেন।
এছাড়া তিনি বিনিয়োগ বোর্ডের পরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, নরসিংদীর মনোহরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুখ্য সচিবের একান্ত সচিব, বাগেরহাট সদরের সহকারী কমিশনার (ভূমি) এবং খুলনা ও বাগেরহাটের সহকারী কমিশনার ছিলেন।
মন্তব্য নেওয়া বন্ধ।