চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষ্যে আগামী আগামী ২৮ অক্টোবর চট্টগ্রাম সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালীন সময়ে নিরাপত্তা নিশ্চিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) টানেল এলাকা এবং সমাবেশস্থল পরিদর্শন করেন তিনি।
এ সময় তিনি প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা গ্রহণের কথা জানান। সেই সাথে টানেল উদ্বোধন অনুষ্ঠান সফল করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সকলের সহযোগিতাও কামনা করে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়াসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মন্তব্য নেওয়া বন্ধ।