প্রধানমন্ত্রী বিরুদ্ধে ফেসবুক পোস্ট, চবি শিক্ষককে শোকজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করা ও সরকারের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাইদুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) নোটিশের বিষয়টি নিশ্চিত করেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমাদ।
বুধবার দেওয়া চিঠিতে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, আপনি মো. মাইদুল ইসলাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ চেয়ে এবং তার সরকারের বিরুদ্ধে নানা কুৎসা রটনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দিয়েছেন। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা সংক্রান্ত বিধান পরিপন্থী। এ ব্যাপারে আপনার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না, তা আগামী ১৫ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর জন্য আদেশক্রমে আপনাকে অনুরোধ করা হলো।

এর আগে গত ৩০ জুলাই ফেসবুকে এ আপত্তিকর পোস্ট করেন মো. মাইদুল ইসলাম। এ বিষয়ে গত ২০ আগস্ট চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বরাবর চিঠি দিয়ে একই অভিযোগে চবি শিক্ষক মাইদুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানায় চবি শিক্ষক সমিতি।

প্রসঙ্গত, অভিযুক্ত মাইদুল ইসলাম বর্তমানে গবেষণা ছুটি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে কাজ করছেন।

মন্তব্য নেওয়া বন্ধ।