প্রবাসে যাওয়া হলো না রিয়াদের, সড়ক দুর্ঘটনায় মৃত্যু

চট্টগ্রামের রাউজানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিনহাজ রহমান রিয়াদ (২৭) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে গহিরা বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত প্রবাসী রিয়াদের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার রানীর হাট রাজানগর এলাকার মো.মফিজের ছেলে।

জানা গেছে, মোটরসাইকেল করে মাইজভান্ডার দরবার শরিফ থেকে বাড়ি যাওয়া আসার পথে রাউজানের গহিরা এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষ হয়। এ সময় আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে রাউজান জে কে মেমোরিয়াল হাসাপাতালে পাঠানো হয়। সেখানে তাদের অবস্থা অবনতি ঘটলে পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান হয়। সেখানে রাতেই প্রবাসী রিয়াদ মারা যান।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রিয়াদ শুক্রবার জীবন জীবিকার তাগিদে প্রবাসে পারিজমার কথা ছিলো। তবে তিনি ছোট বেলা থেকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের মানচিপাড়া গ্রামে তার নানুর বাড়িতে বড় হয়েছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে রাউজান হাইওয়ে থানার (ওসি) ওবাইদুল হক ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।