চট্টগ্রামের আনোয়ারার বৈরাগ ইউনিয়নের বন্দর হিন্দুপাড়ায় প্রভাবশালীর দখলে থাকা জমি ফিরে পেতে মো. শাহ পরান (৪১) নামে এক ভুক্তভোগী ব্যক্তি সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (১১ জুন) দুপুরে উপজেলার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন। ভুক্তভোগী শাহ্ পরান একই এলাকার মোহাম্মদ বাহার উল্লাহ্ পুত্র।
সংবাদ সম্মেলনে বক্তব্যে ভুক্তভোগী মো. শাহ পরান বলেন, ২০২০ সালে জুলাই মাসে রেজিস্ট্রারীমূলে ৪ গন্ডা জমিটি ক্রয় করি মঈনুদ্দিন গফুরের কাছ থেকে। সেখানে সীমানা প্রাচীর নির্মাণ করে আমার নামে সাইনবোর্ড ছিলো। ২০২৩ সালের দিকে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের প্রভাব বিস্তার করে রায়পুর ইউনিয়নের গহিরা এলাকার মো. ইউসুফ প্রকাশ কালা মনু ও তার স্ত্রী হোসনে আরা বেগম আমার খরিদকৃত জমি দখলে নিয়ে নেয় এবং আমাকে ভয়ভীতি ও হুমকি দেয়। এখন আমি আমার জমিটি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
এ বিষয়ে জানতে অভিযুক্তদের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও কথা বলা সম্ভব হয়নি। তবে ভুক্তভোগী মো. শাহ পরানের আইনজীবির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ৫ আগস্টের পর আমরা সেখানে গিয়েছি এবং ভাড়াটিয়াদের সঙ্গে কথা বলেছি। জমিটির প্রকৃত মালিক শাহ পরান। ভাড়াটিয়াদের সঙ্গে চুক্তিপত্রও শাহ্ পরানের সঙ্গে। কিন্তু ভাড়া আদায় বা জমিটিতে গেলে হোসনে আরা বেগমের বাহিনী এতিম রহিম বাঁধা দেয় এবং প্রাণনাশের হুমকি দেয়। এঘটনায়ও আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি।
মন্তব্য নেওয়া বন্ধ।