সাবেক প্রেমিকার স্পর্শকাতর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে ব্ল্যাকমেইলিং করার অপরাধে মো. আরিফ উদ্দিন (৩৬) নামে একজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। জব্দ করা হয়েছে অপরাধ কাজে ব্যবহৃত মোবাইল ডিভাইসও। আরিফ বোয়ালখালীর আবুল হোসেন মেম্বার বাড়ীর মৃত আবুল হোসেনের ছেলে।
সোমবার (১৮ এপ্রিল) বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন চট্টগ্রাম সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার শাহাদাত হুসেন রাসেল।
তিনি বলেন, ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত আরিফের সাথে অভিযোগকারী যুবতীর প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের এক পর্যায়ে আরিফ তার প্রেমিকাকে কিছু না জানিয়ে অন্যজনকে বিয়ে করে। তার বিয়ের পর প্রেমিকা তার সাথে সকল যোগাযোগ বন্ধ করে দেয় এবং কিছুদিন পর আরিফের প্রেমিকার বাগদান সম্পন্ন হয়।
প্রেমিকার বাগদানের সংবাদ পেয়ে আরিফ তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর আরিফের কাছে থাকা তার প্রেমিকার ছবি ও নাম দিয়ে ফেসবুক আইডি খুলে এবং অশালীন ক্যাপশন সহকারে তার পরিবারের সদস্যদের ছবি ফেসবুকে আপলোড করছিল।
আরিফ হোয়াটসএ্যাপ, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রেমিকার বিভিন্ন স্পর্শকাতর ছবি আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবসহ বিভিন্ন লোকজনকে প্রেরণ করে ব্ল্যাকমেইল শুরু করে। এবং বিভিন্ন মাধ্যমে প্রচারের হুমকি দিয়ে আসছিল।
গ্রেফতারকৃত ব্যাক্তির বিরুদ্ধে পাঁচলাইশ মডেল থানায় মামলা করা হয়েছে বলে জানায় পুলিশ।
মন্তব্য নেওয়া বন্ধ।