চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে কাইয়ুম (২১) নামের এক যুবকের বিরুদ্ধে।
শনিবার (২৮ মে) বেলা ১১টার দিকে স্কুলে যাওয়ার পথে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত স্কুলছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওই স্কুলছাত্রীর বাড়ি পার্শ্ববর্তী রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় হলেও মামার বাড়ি রাঙ্গুনিয়ায় থেকে সে পড়াশোনা করে। সে এবার চন্দ্রঘোনা পাহাড়িকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী।
আহত স্কুলছাত্রীর মামা পলাশ দাশ বাদী হয়ে মো. কাইয়ুমকে অভিযুক্ত করে থানায় একটি মামলা করেছেন।
মামলার বাদী পলাশ দাশ অভিযোগ করে বলেন, আমার ভাগনি স্কুলে আসা-যাওয়ার পথে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল বখাটে কাইয়ুম। আজ সকালে ভাগনি স্কুলে পরীক্ষা (মডেল টেস্ট) দিতে যাচ্ছিল। পথে তার গতিরোধ করে চুল ধরে মাথার পেছনে ছুরিকাঘাত করেছে।
স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাহেরাতুল আশরাফী বলেন, আহত ওই শিক্ষার্থীর মাথার পেছনে জখম হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত কাইয়ুমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার স্বজনদের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তারাও ফোন ধরেননি।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।
মন্তব্য নেওয়া বন্ধ।