প্রেম-বিয়ে-একসাথে বাস, সন্তানকে স্কুলে ভর্তি করাতে পরিচয়পত্র চাইলে মারধর

চট্টগ্রামের হাটহাজারী থানাধীন মাটিয়া মসজিদ এলাকা থেকে মোহাম্মদ রুবল (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃত আসামি বায়েজীদ থানাধীর উত্তর কূলগাঁও এলাকার মৃত সোলেমানের সন্তান।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-০৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার। শুক্রবার (২২ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করে র‌্যাব-০৭।

র‌্যাব জানায়, একটি অনুষ্ঠানে ২০১৪ সালে পরিচয় হয় মোহাম্মদ রুবেল ও চট্টগ্রামের হাটহাজারীর এক তরুণীর সাথে। তারপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। দীর্ঘ সম্পর্কের সময় হয় বিভিন্ন স্থানে ঘোরাঘুরি। হুমকি-বিয়ের প্রলোভনে দুইজনের মধ্যে হয় শারীরিক সম্পর্ক। পরবর্তীতে মোহাম্মদ রুবেল ভিকটিমকে নোটারী পাবলিকের মাধ্যমে হলফনামা অনুযায়ী বিয়ে করে স্বামী-স্ত্রী হিসাবে একত্রে বসাবাস শুরু করে। ২০২৯ সালের ১৮ জানুয়ারি তাদের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে।

র‌্যাব আরও জানায়, গত ১২ আগস্ট ভুক্তভোগী তাদের পুত্র সন্তানকে স্কুলে ভর্তির জন্য স্বামীর নিকট জাতীয় পরিচয়পত্রের কপি চাইলে মোহাম্মদ রুবেল তাদের বিবাহের কথা অস্বীকার করে ভুক্তভোগীকে মারধর করে। ভুক্তভোগীকে গুরুতর রক্তাক্ত জখম করে বাসা থেকে পালিয়ে যায় রুবেল। পরে রুবেল বাসা ফিরে না আসায় এবং ভুক্তভোগীর কোন খোঁজ খবর না নেওয়ায় গত ১৮ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। পরে গতকাল গোয়েন্তা তথ্যমতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-০৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বলেন, আসামি গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো। পরে তাকে গ্রেপ্তার করা হলে জিজ্ঞাসাবাদে সে নিজের পরিচয় স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।