ফটিকছড়িতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রামের ফটিকছড়িতে উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী বখতিয়ার সাইদ ইরানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১২ মে) উপজেলার আজাদীবাজার এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মেজবাহ উদ্দিন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে মোবাইল কোর্ট চলমান থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য নেওয়া বন্ধ।