ফটিকছড়িতে ইউএনওকে বুকে জড়িয়ে কাঁদলেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী

ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে বুকে জড়িয়ে নিয়ে সান্ত্বনা দিলেন উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী। সোমবার (১০ মার্চ) সকালে উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শেখ আহমদ ইউএনওকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদেন।

এ সময় ইউএনও মোজাম্মেল হক চৌধুরী তাকে নিজের বুকে জড়িয়ে নিয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করে শান্তনা দেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডে যে সব ব্যবসায়ী এবং দোকান মালিক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে শীঘ্রই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার শহিদুল ইসলাম ভূইয়া,ভূজপুর থানা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক জাহাঙ্গীর আলম, দাঁতমারা ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা অঞ্জন চৌধুরীসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৮ মার্চ ভোর রাতে উপজেলার দাঁতমারা ইউপির শান্তিরহাট বাজারে সংগঠিত আগুনের ঘটনায় ২০ ব্যবসায়ীর ২৭ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

মন্তব্য নেওয়া বন্ধ।