চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। উন্নয়ন সংস্থা এহ্ইয়াউসসসুন্নাহ ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এ মসজিদটি পুনঃনির্মিত হচ্ছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ফটিকছড়ির সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. সাব্বির রাহমান সানি ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরেফিন আজিমসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নেতৃবর্গ এ পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডা. জয়নাল আবেদীন মুহুরী, নাজিরহাট পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক আবু তাহের মিয়া, বর্তমান সভাপতি হোসেন শহীদ জাফর আলম, নাজিরহাট পৌর ত্বরিকত ফেডারেশনের আহ্বায়ক মোহাম্মদ শাহজালাল, পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী, এহ্ইয়াউসসসুন্নাহ ফাউন্ডেশনের পক্ষে মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা মহিববুল্লাহ আমীনি, হাফেজ মাওলানা মোহাম্মদ সেলিম, মাওলানা রায়হান, মাওলানা ওসমান, মাওলানা হেলাল, সাংবাদিক সৈয়দ জাহেদুল্লাহ কোরাইশী, ছাত্রলীগ নেতা মো. রাসেল, মুমিনসহ আরও অনেকে।
মন্তব্য নেওয়া বন্ধ।