চট্টগ্রামের ফটিকছড়িতে চা বাগানের কাজ নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের বটির আঘাতে ১৫ বছর বয়সী কিশোরী সুপ্তা মাঝি নিহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার উদালিয়া এলাকার পহেলা টিলায় এ ঘটনা ঘটে।
ভুজপুর থানার ওসি মো. মাহবুবুল হক জানান, নিহত সুপ্তা ও অভিযুক্ত রতন দাশ একই বাড়িতে বসবাস করত। রতন চেয়েছিলেন সুপ্তা চা বাগানের কাজ ছেড়ে সেলাইয়ের কাজ শিখুক, কিন্তু সুপ্তা রাজি হননি। এরই জের ধরে গভীর রাতে রতন বঁটি দিয়ে সুপ্তার মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়।
সুপ্তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে রতন দাশকে গ্রেপ্তার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যাকাণ্ডের পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে রতন দাশকে গ্রেপ্তার করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি ভূজপুর আরও জানান, ঘটনার বিষয়ে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মন্তব্য নেওয়া বন্ধ।