চট্টগ্রামের ফটিকছড়িতে জুলাই স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২৫ এর সেমিফাইনাল নিয়ে একটি স্বার্থন্বেষী মহলের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে।
টুর্ণামেন্ট আয়োজক কমিটির আয়োজনে সোমবার (১৩ অক্টোবর) ফটিকছড়ি ক্রীড়া সংস্থার অফিসে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সম্মেলনে আয়োজক কমিটির আহবায়ক মো. মুজিবুর রহমান বক্তব্য দেন এবং কমিটির অবস্থান পরিষ্কার করেন।
তিনি জানান, ফটিকছড়িতে স্থানীয় যুবকদের খেলাধুলায় উৎসাহিত করতে এবং মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে জুলাই স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করা হয়।
তবে সদ্য অনুষ্ঠিত সেমিফাইনাল খেলা নিয়ে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে টুর্ণামেন্টটিকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে।
তিনি অভিযোগ করেন, সদ্যবিদায়ী সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া বোরহান মেম্বার ফুটবল একাডেমির পক্ষে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মাধ্যমে টুর্ণামেন্ট নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। তারা টুর্ণামেন্টের স্বচ্ছতা এবং আয়োজকদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, জুলাই স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট সম্পূর্ণ স্বচ্ছতা এবং দক্ষতার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে এবং এর সকল কার্যক্রম জনসম্মুখে দৃশ্যমান। এই অপপ্রচারের কারণে স্থানীয় ক্রীড়াপ্রেমী এবং যুবকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক। আয়োজক কমিটি এই ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানায়।
সম্মেলনে উপস্থিত আয়োজকেরা ফটিকছড়ির সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান, তারা যেন এই ধরনের ভিত্তিহীন অপপ্রচারে কান না দেন এবং টুর্ণামেন্টের ফাইনাল খেলা আয়োজনে সার্বিক সহযোগিতা করেন। তারা আশা করেন, কোনো অপপ্রচারেই জুলাই স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট আয়োজন বিচ্যুত হবে না। অবশ্যই সফলভাবে টুর্ণামেন্ট শেষ হবে।
এ সময় অন্যানের মধ্যে আয়োজক কমিটির যুগ্ম সদস্য সচিব
মো. আদনান, প্রধান সমন্বয়কারী মো. এনামুল হক সাকিব ও সদস্য মো. শিহাব , মো. মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে বোরহান মেম্বার একাডেমির পৃষ্ঠপোষক মো. বোরহান উদ্দিন বলেন, আমাদের অভিযোগ খেলা পরিচালনা কমিটির বিরুদ্ধে নয়, নিতান্তই প্রতিদ্বন্দ্বী ফটিকছড়ি লিজেন্ড একাদশের বিরুদ্ধে। তারা কমিটিকে প্রভাবিত করে জয় চিনিয়ে নিয়েছেন। এতে কমিটি প্রশ্নবিদ্ধ হয়েছেন।



মন্তব্য নেওয়া বন্ধ।