ফটিকছড়িতে ‘তরমুজ’ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন আবু তৈয়ব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব ‘তরমুজ’ প্রতীক পেয়েছেন। আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করেছেন স্বতন্ত্র প্রার্থী হোসাইন মো. আবু তৈয়ব।

এর আগে সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে তাঁকে প্রতীক তুলে দেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আবুল বশর মোহাম্মদ ফখরুজ্জামান ।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর সোমবার সন্ধ্যায় দক্ষিণ ফটিকছড়ির জাফতনগর উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভার মাধ্যমে প্রচারণা শুরু করেন তিনি। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ফারুকী।

যুবলীগ নেতা ফারুক রায়হানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জিয়া উদ্দিন জিয়া, অধ্যাপক মৃনাল কান্তি বড়ুয়া, সাবেক ছাত্রনেতা খোরশেদ হোসেন মিল্লাত, ইঞ্জিনিয়ার পুলক কান্তি বড়ুয়া, ব্যবসায়ী আবু তাহের জসীম, জাকারিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিন্নাত আলী, জাকারিয়া জকু, কদর আলী মেম্বার, আবছার তালুকদার, উপজেলা আওয়ামীলীগ নেতা ইকবাল চৌধুরী, ডা. জসীম উদ্দিন, ইঞ্জিয়ার শহীদুল্লাহ, মো. আনোয়ার, দিদারুল আলম মুন্না, আব্দুল কুদ্দুস, মীর মোরশেদ, জয়নাল আবেদীনসহ ছাত্র ও যুবলীগের নেতৃবৃন্দ।

সভায় তরমুজ প্রতীকের প্রার্থী এইচ এম আবু তৈয়ব বলেন, ‘নেত্রী বলে দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হতে বাধা নেই। ফলে আপামর ফটিকছড়িবাসীর সেবা করার নিয়তে প্রার্থী হয়েছি। আসন্ন নির্বাচনে তরমুজ মার্কায় ভোট দিয়ে আপনাদের আবু তৈয়বকে নির্বাচিত করুন। তিনি মা বোনসহ সকলের দোয়া কামনা করেন।’

মন্তব্য নেওয়া বন্ধ।