ফটিকছড়িতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-সহকারী নিহত, আহত ১

চট্টগ্রামের ফটিকছড়িতে পাথর ও রাবার বোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ রুবেল (২৬) ও মোহাম্মদ আলমগীর (২৮ ) নামে ট্রাক চালক ও সহকারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের নাজিরহাট পৌরসভা এলাকার নতুন রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালক মোহাম্ম্মদ রুবেল ফটিকছড়ির ভূজপুর থানার দাঁতমারা ইউনিয়নের বালুটিলার ঝিলতলী এলাকার মোহাম্মদ মোসলেম উদ্দিনের পুত্র এবং নিহত মোহাম্মদ আলমগীর একই এলাকার আব্দুর রশীদের পুত্র । এ ঘটনায় আহত হন ড্রাম ট্রাক চালক নূর মিয়া। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি রাবার বোঝায় ট্রাক দ্রুত গতিতে এসে পাথর বোঝায় ট্রাকটিকে এসে ধাক্কা দিলে দুইটি গাড়ি ধুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আদিল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাম্পার ও রাবার বোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য নেওয়া বন্ধ।