চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রলি গাড়িকে সাইড দিতে গিয়ে নিজের গাড়ির চাপায় পড়ে মোহাম্মদ তারেক (২৫) নামে এক নছিমন চালকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পাইন্দং-কাঞ্চন নগর সড়কের এ ঘটনা ঘটে।
নিহত যুবক পাইন্দং ইউনিয়নের আমতলী কারবালা টিলা এলাকার বাদশা আলমের পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কাঞ্চন নগর থেকে বিবিরহাটগামী বালু ভর্তি নছিমন গাড়িটি পাইন্দং ইউনিয়নের শ্বেতকুয়া পানি চত্ত্বর এলাকায় চা বাগানের একটি ট্রলি গাড়িকে পাশ কাটতে গিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় নছিমন চালক তারেক গাড়ির নিচে চাপা পড়ে যায়। পথচারীরা এগিয়ে এসে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আরেফিন আজিম বলেন, গুরুতর আহত তারেক নামে এক যুবককে সকালে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসার আগেই তার মুত্যু ঘটে। পরবর্তী আইনী প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।
মন্তব্য নেওয়া বন্ধ।