ফটিকছড়িতে নিজের জায়গা-জমির রক্ষায় ক্যান্সার আক্রান্ত প্রবাসীর সংবাদ সম্মেলন

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে এক প্রবাসীর জায়গা-জমি দখলের অভিযোগ উঠেছে ফয়জুল্লাহ্ কুসুম (৫০) ও সাব্বির আহমেদ (৫৫) নামে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে।

এ বিষয়ে ভুক্তভোগী হারুয়ালছড়ি ইউনিয়নের বাসিন্দা ও প্রবাসী দিদারুল আলম বাদী হয়ে অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে গত বুধবার রাতে ভূজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পরে নিজ জায়গা-জমির দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত সৌদি প্রবাসী দিদারুল আলম। 

অভিযোগ করে তিনি বলেন, চট্টগ্রাম-রামগড় আঞ্চলিক মহাসড়কের পাশে ভূজপুর ইউনিয়নের কাজীরহাট বাজারে আমার খরিদাসূত্রের জায়গা স্থানীয় ফয়জুল্লাহ্ কুসুম (৫০) ও সাব্বির আহমেদ (৫৫) নামে কথিত ভূমিদস্যুরা জোরপূর্বক দখল করার চেষ্টা করছে। ইতিপূর্বে আমি এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রতিকার চেয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), ভূজপুর থানার ওসি ও ভূজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবরে অভিযোগ দাখিল করেছি। আমি মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত এবং দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন প্রবাসী। 

তিনি আরও বলেন, আমি আমার খরিদকৃত জায়গা উদ্ধারে প্রশাসনসহ সংশ্লিষ্টদের কাছে আকুল আবেদন জানাচ্ছি।

মন্তব্য নেওয়া বন্ধ।