ফটিকছড়িতে পাঁচপুকুরিয়া-সিদ্ধাশ্রম হালদা সেতু ও সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীর উপর পাঁচপুকুরিয়া-সিদ্ধাশ্রমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে সেতু ও সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) বিকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র অর্থায়নে বাস্তবায়িত সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন ফটিকছড়ির সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রাহমান সানির সভাপতিত্বে উদ্ভোধনী সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, কৃষি অফিসার হাসানুজ্জামান, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সৈয়দ মুহাম্মদ বাকের, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুননাহার মুক্তা, সুন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহনেওয়াজ, সুয়াবিল ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, নাজিরহাট পৌরসভার প্যানেল মেয়র মুহাম্মদ আলী প্রমুখ।

উল্লেখ্য, একটি সেতুর অভাবে হালদা নদী পারাপারে সুয়াবিল, সুন্দরপুর ও নাজিরহাট পৌরসভার বাসিন্দাদেরকে চরম দুর্ভোগ পোহাতে হতো। হালদা নদীর পাঁচপুকুরিয়া-সিদ্ধাশ্রমে নতুন সেতু ও সড়ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়াতে আনন্দিত হালদা নদীর দু’পাড়ের বাসিন্দারা।

মন্তব্য নেওয়া বন্ধ।