চট্টগ্রামের ফটিকছড়িতে সর্তাখাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মেশিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দেড় হাজার ঘনফুট বালুও জব্দ করা হয়।
মঙ্গলবার (৯ জুলাই) ভোরে উপজেলার ধর্মপুর ইউনিয়নের হচ্ছারঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো মোজাম্মেল হক চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন।
অভিযানে সহযোগিতা করেন ভূমি অফিসের কর্মচারীবৃন্দ এবং আনসার সদস্যরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ধর্মপুর হচ্ছারঘাট এলাকা থেকেবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে পাচার করে আসছিলো স্থানীয় একটি চক্র।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, চক্রটির বালু উত্তোলনের খবর পেয়ে প্রশাসন অভিযান চালিয়ে ১৫শ ঘনফুট বালু, পরিত্যক্ত অবস্থায় থাকা মেশিন ও বালু উত্তোলন কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য নেওয়া বন্ধ।