চট্টগ্রামের ফটিকছড়িতে মুক্তিযোদ্ধা সংসদের সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এতে অ্যাডভোকেট খোরশেদুল আলম টিপুকে আহ্বায়ক করে মুজিবুল হক, আশরাফ উদ্দিন ইনু, আবু বক্কর সিদ্দিক ইবনু ও মিশু সিকদারকে যুগ্ম আহ্বায়ক করে ২৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
শুক্রবার (২১ জুলাই) বিকালে ফটিকছড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে মাস্টার মো. শাহজাহানের সভাপতিত্বে আহ্বায়ক কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
সভায় আহ্বায়ক কমিটি গঠনের দায়িত্বে ছিলেন, হোসেন শহীদ জাফর আলম, বখতেয়ার সাঈদ ইরান ও হাসিবুন সোহাদ চৌধুরী। এ সময় আগামী ১৬ ডিসেম্বর আগে ইউনিয়ন কমিটিসমূহ সম্পন্ন করে উপজেলা সম্মেলন সমাপ্ত করার নির্দেশনা প্রদান করা হয়।
আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মোস্তাকিম চৌধুরী টিটু,মাস্টার নাসির উদ্দীন চৌধুরী,মাস্টার মো. শাহাজাহান,শারমিন নুপুর, বাবর আলী রায়হান,পেয়ার আহম্মদ আফিফ, রেজাউল ইসলাম নয়ন, ফেরদৌস আহম্মদ আরজু, শামীমা আকতার, মনির আহম্মদ, সাইফুদ্দিন, মো. পারভেজ, মিনহাজ উদ্দীন সিদ্দিকী, মো. হান্নান, মো. জামশেদ মজুমদার, চা তোয়াং প্রু, মো. মিরাজ, সিবলী মো. শহীদ, রিগ্যান বড়ুয়া ও রুবেল নাথ।
মন্তব্য নেওয়া বন্ধ।