ফটিকছড়িতে শ্রেষ্ঠ সমাজসেবকের পুরস্কার পেলেন জামাল সিকদার

ফটিকছড়িতে সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও শিক্ষা খাতে অবদানসহ সমাজের উন্নয়নে নিরলস ভুমিকা রাখায় উপজেলা শ্রেষ্ঠ সমাজসেবকের পুরষ্কার পেলেন জামাল সিকদার। তিনি আন্তর্জাতিক সেবামূলক সংগঠন রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে ফটিকছড়ি উপজেলা হলরুমে উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে আলোচনা সভায় তাকে এ পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

জাতীয় যুব উন্নয়ন দিবস উপলক্ষে উপজেলার শ্রেষ্ঠ যুব সংগঠক ও সফল আত্মকর্মীদের মাঝে সম্মাননা দেয়া হয়েছে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তানভির ছিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় উদ্বোধক ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক প্রজেষ কুমার সাহা।
সভায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের সহকারি পরিচালক আব্দুল হান্নান আলম প্রমুখ।

উল্লেখ্য, জামাল সিকদার ফটিকছড়ি উপজেলার বিভিন্ন, স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসা, গির্জা -মন্দিরসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রেখে মনবতার সেবায় বিশেষ অবদান রেখে আসছেন। এর প্রেক্ষিতে উপজেলা যুব উন্নয়নে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।