ফটিকছড়িতে সড়ক পারাপারের সময় গাড়ি চাপায় পথচারীর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক পারাপারের সময় নিয়ন্ত্রণহীন পিকআপের চাপায় মো. হাসেম (৬৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ি পৌরসভার জামাল কোরআন মাদ্রাসা গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. হাসেম ফটিকছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকার মৃত গুরা মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, সকালে মো. হাসেম রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পাশ্ববর্তী মানিকছড়িগামী একটি পিকআপ গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সতত্যা নিশ্চিত করে স্থানীয় সাবেক কাউন্সিলর মোহাম্মদ বেলাল জানান, নিহত হাসেম নিজেদের চাষাবাদের জমি দেখতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশটি পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে। এছাড়া ঘাতক গাড়িটি ভূজপুর এলাকা থেকে আটক করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।