চট্টগ্রামের ফটিকছড়িতে সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মো. মেজবাহ উদ্দিন ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সম্প্রতি তিনি সিনিয়র সহকারী জজ হিসেবে পদোন্নতি পেয়েছেন।
রোববার ফটিকছড়ি বার এসোসিয়েশনের উদ্যোগ তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
ফটিকছড়ি সিনিয়র সহকারী জজ আদালত প্রাঙ্গনে উপজেলা বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট লিয়াকত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত সিনিয়র সহকারী জজ মো. মেজবাহ উদ্দিন ভুঁইয়া।
উপজেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.জহুরুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আজিজুল হক, অ্যাডভোকেট উত্তম কুমার মহাজন, অ্যাডভোকেট এস এইচ আওরঙ্গজেব চৌধুরী, আবু হামিদ জিয়াদ,নুরুল ইসলাম, সাজ্জাদ হোসেন চৌধুরী, মো. আলাউদ্দিন, মো. হামিদ উল্লাহ, আমিন উল্লাহ, জাবেদ মোর্শেদ, মাসুম হোসেন, নিয়াজ মোর্শেদ, কাজী রহিম উদ্দিন, রিটু পালসহ অন্যান্যরা।
মন্তব্য নেওয়া বন্ধ।