চট্টগ্রামের ফটিকছড়িতে বিল্ডিংয়ের পাশে পড়ে যাওয়া স্ত্রীর ওড়না তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহেদুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডস্থ মনিয়াপুকুর পাড় এলাকার একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহেদুল ইসলাম নাজিরহাট পৌরসভার কুম্ভারপাড়া এলাকার বড় বাড়ির মোহাম্মদ হোসেনের পুত্র। তিনি গাড়ির বডি তৈরির কাজ করতেন বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাহেদ দীর্ঘদিন ধরে এ ভবনে বসবাস করে আসছে। আজ মাগরিবের দিকে ভবনের পাশে তার স্ত্রীর ওড়না পড়ে গেলে তা তুলতে গেলে পাশের হাইভোল্টেজ তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যান সে। পরে খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান।
মন্তব্য নেওয়া বন্ধ।