জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ির খিরাম ইউনিয়ন পরিষদের উদ্যোগে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে খিরাম ইউপির চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভের সভাপতিত্বে র্যালি শেষে এক আলোচনা সভার আয়োজন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার নাথা, ইউপি সচিব মোহাম্মদ মাফুজ এলাহী, ইউপি সদস্য মো. মফিজুল আলম, মো. জসিম উদ্দিন, লালন জয় চাকমা, মো. আব্দুল শুক্কুর, মোহাম্মদ রমজান আলী, মহিলা মেম্বারদের মধ্যে সৈয়দা শামসুন নাহার, সাবেকুন নাহার শিমুল, ছাত্র নেতা নুরুল আমিন সামির, সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফ মেম্বার, জাহাঙ্গীর মেম্বার,চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হোসেব, মো. মোবারক হোসেন, মোহাম্মদ বাহাদুর প্রমুখ। সভায় বক্তারা সম্প্রতি সময়ে খিরাম ইউনিয়নে অকল্পনীয় উন্নয়ন হয়েছে বলে মত ব্যক্ত করেন।
এর আগে, ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে ইউপি সদস্যবৃন্দ এবং এলাকার গণমান্য বক্তিবর্গ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।
মন্তব্য নেওয়া বন্ধ।