চট্টগ্রামের ফটিকছড়িতে পারিবারিক কলহের জের ধরে হামলায় মো. আলমগীর ও জাহাঙ্গীর নামের ২ ভাই নিহতের ঘটনা ঘটেছে। এছাড়া আরও ৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জাফত নগরে সমদ বাড়িতে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিক ঝামেলা থেকে এই হতাহতের ঘটনা ঘটেছে। সমদ বাড়ির করিম এবং তার স্ত্রীর মধ্যেকার সমস্যা নিরুপণ করতে গিয়েই হামলার শিকার হোন নিহতরা। নিহত ২ ভাই এবং করিম সম্পর্কে আপন ভাই। তাদের অপর ভাই রাসেলও হামলায় জড়িত থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দিন জিয়া বলেন, এটা সর্ম্পূণ পারিবারিক বিষয়। করিম, তার স্ত্রী এবং ভাইদের মধ্যে এই ঘটনা ঘটেছে। করিম কিছুদিন আগে প্রবাস থেকে এসেছে।
তিনি বলেন, আজ করিম তার স্ত্রীকে মারধর করতে যায় এবং সেখানে নিজের সন্তানকেও জখম করে। করিম তার স্ত্রীকে মারধর করতে গেলে অন্যরা বাধা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। করিমের সাথে তার আরেক ভাইও হামলা জড়িত থাকতে পারে বলে জানান তিনি, যদিও তা নিশ্চিত নয়।
তিনি আরও বলেন, এটি সম্পূর্ণ পারিবারিক বিষয়। এখানে রাজনৈতিক কিছু নেই। যারা মেরেছে তারা এখনও ঘরে রয়েছে। মরদেহের আশেপাশে কেউ যেতে পারছে না বলেও জানান তিনি।
মন্তব্য নেওয়া বন্ধ।