চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ হলে রুমে এ প্রশিক্ষণ শুরু হয়।
প্রশিক্ষণে ৩০ জন কৃষক অংশ নেন। প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষক-কৃষাণীদের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) রঘুনাথ নাহা।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসানুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুল মতিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য নেওয়া বন্ধ।